বিশাল এলকাজুড়ে ব্যাপ্ত এ ঝড় এগুচ্ছে আস্তে আস্তে এবং এর প্রভাবে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে , মেক্সিকো উপসাগরবর্তি উপকূলভাগের বিস্তির্ণ এলাকাজুড়ে বন্যার আশংকা দেখা দিচ্ছে । নিচু এলাকাগুলো থেকে সরে যাবার জন্যে বাসিন্দাদেরকে অনুরোধ করেছেন লুইযিয়ানার গভর্নর ববী জিন্দাল । প্রেসিডেণ্ট বারাক ওবামা হূঁশিয়ারিতে কর্ণপাতের জন্যে লোকজনকে অনুরোধ জানিয়েছেন –ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে না দিয়ে হূঁশিয়ারিকে গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন তিনি । সোমবার তিনি লুইযিয়ানার পরিস্থিতিকে জরূরি চিহ্নিত করে ঘোষনা দেন ।
ইতিমধ্যে ন্যাশনাল হারিকেইন সেন্টার থেকে বলা হয়েছে – আইযাকের ব্যাপ্তির মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় এক শ’ দশ কিলোমিটার ।
এই নিউ অরলিন্সেই ২ হাজার পাঁচ সালে ঘুর্ণি বাত্যা ক্যাটরিনার আঘাতে ১৮ শ’ লোকের মৃত্যু হয়েছিলো – তার পর ওখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার সাধন করা হয় এবং এবারে আইযাককে দিয়ে তারই মজবুতির একটা পরিক্ষা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে । এই বুধবার আবার ক্যাটিরীনার সে আঘাতের সপ্তম বর্ষপূর্তি হচ্ছে ।