একটি আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী ভর্তি জাহাজ, লিবিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত মিসরাটা বন্দরে নোঙ্গর করেছে। এর আগে নেটোর বিমান আক্রমন ওই অঞ্চলে সরকারপন্থী বাহিনীর বোমাবর্ষণ বন্ধ করতে সাহায্য করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম বলেছে বুধবার জাহাজটি মিসরাটায় পৌছনোর পর ত্রাণ কর্মীরা পশ্চিমের অবরুদ্ধ শহর থেকে শরনার্থীদের উদ্ধার করা শুরু করে এবং মানবিক ত্রাণসামগ্রী নামাতে শুরু করে।