গত বুধবার বারাক ওবামা শেখ হাসিনার সরকারের নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাসবিরোধী তৎপরতার প্রশংসা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন ওই কথোপকথনের ব্যাপারে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে জানান, দুই নেতা অভ্যর্থনাকক্ষ থেকে বের হয়ে আসার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওবামার দেয়া বক্তৃতার ব্যাপক প্রশংসা করেন শেখ হাসিনা।
প্রশংসার জবাবে ওবামা বলেন, সব ঠিকই ছিল কিন্তু একটু দীর্ঘ হয়ে গেছে। আপনি এবং আপনার সরকার নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাসবিরোধী তৎপরতায় চমৎকার কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবামাকে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। ওবামাও আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন। তবে ঠিক কবে নাগাদ আসবেন তা নির্দিষ্ট করে তিনি বলেননি।