সন্ত্রাস ও মাওবাদীদের সহিংসতাকে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল শনিবার দিলি্লতে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের (এনআইসি) সভায় তিনি এ কথা বলেন।

মনমোহন সিং বলেন, গোয়েন্দা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে আমাদের বিরতি দেওয়ার কোনো অবকাশ নেই। দিলি্ল হাইকোর্টে গত সপ্তাহের বোমা হামলা এটা আমাদের কঠোরভাবে মনে করিয়ে দেয়। তিনি বলেন, কোনো কারণ দেখিয়েই সহিংসতাকে জায়েজ করা যাবে না। সবাইকে একযোগে সর্বাত্মকভাবে সন্ত্রাস দমনে কাজ করে যেতে হবে। মনমোহন সিং বলেন, ভারত আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীরা ভুল মতাদর্শের জায়গা থেকে এ ধরণের কার্যক্রমকে বৈধতা দিতে চাইছে।