বৃটিশ ভিত্তিক সিরিয় ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস দল  জানিয়েছ উত্তরপশ্চিমের ইডলিব অঞ্চলে ২৩ জনের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে।  এদের অনেকের শরিরে  অত্যাচারের চিহ্ন পাওয়া গিয়েছে। অধিকার আন্দোলনকারীরা  জানিয়েছে যে বেশ কয়েকটি এলাকায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী দমন অভিযান চালিয়েছে।

সিরিয়ায় সহিংসতা নিরসন বন্ধ করার  আন্তর্জাতিক প্রচেষ্টা  থমকে গিয়েছে। সিরিয়ার সরকার বাহিনী  ইডলিব এবং দক্ষিনাঞ্চলের দারা শহরে সবচাইতে বড় ধরনের দমন অভিযান চালাচ্ছে।

দারা শহরকে আন্দোলনের জন্ম ভূমি বলে বলা হয়।