জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগে , জাতিসংঘের মহাসচিব বান কী মুন এবং সিরিয়ার আন্তর্জাতিক মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমির মধ্যে আলোচনার প্রধান বিষয় ছিল সিরিয়ার  চলমান সংঘাত ।
 
দু জনই আশা প্রকাশ করেন যে নিউ ইয়র্কের শীর্ষ বৈঠক , মানবিক পরিস্থিতি এবং সিরিয়ায় সার্বিক সঙ্কট সমাধানে সাহায্য করবে। তারা বলেছেন যে সিরিয়ার সঙ্কট গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমবর্ধমান হুমকি হয়ে রয়েছে।
 
ঐ বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে দু জনই সিরিয়ার সহিংসতার ভয়াবহ মাত্রা নিয়ে আলোচনা করেন।
 
শনিবার সিরিয়া জুড়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই হয়েছে এবং বিদ্রোহী Free Syrian Army ঘোষণা করেছে যে তারা তাদের কমান্ড সেন্টার তুরস্ক থেকে সিরিয়ায় সরিয়ে নিচ্ছি।