অধিকার গোষ্ঠীগুলোর তরফে বলা হচ্ছে মঙ্গলবার তাবত সিরিয়া জুড়ে সরকারি বাহিনী কমস কম ৪১ অসামরিক লোককে হত্যা করেছে । এর মধ্যে ২০ জন নিহত হয়েছে হামার কাছাকাছি মধ্যাঞ্চলবর্তী হেলফায়া শহরে । অবরুদ্ধ হোম্স শহরের বিরোধি পক্ষিয় সুত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে – বাশার আসাদের ভাই মাহেরের নিয়ন্ত্রনাধীন ফোর্ত ডিভিশনের ট্যাঙ্ক বহর শহরের রাস্তায় হাজির হয়েছে ।
জেনিভায় , নাভী পিল্লাই জাতিসংঘ মানবাধিকার পরিষদকে বলেছেন – অসামরিক লোকজনের বিরূদ্ধে সিরিয় বাহিনীর হত্যা-হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি অবশ্যই পদক্ষেপ নিতে হবে । বলেন – এখন অসংখ্যবার এসব হামলা চলেছে । সকল প্রকার লড়াই বন্ধ করার জন্যে তিনি সিরিয়ার প্রতি অহ্বান জানান , যাতে আন্তর্জাতিক পরিদর্শকেরা দেশটিতে যেতে পারেন , যাতে হোম্সে ও অন্যান্য শহর জনপদে ত্রান সংস্থাগুলো প্রবেশাধিকার পেতে পারে ।