সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন বুধবার সিরিয়ার সরকারী বাহিনী অন্তত ৭ জনকে হত্যা করেছে। এই ঘটনাটি ঘটলো যখন জাতিসংঘের পর্যবেক্ষকদের ছোট একটি দল সেখানে তাদের মিশন পুনরায় শুরু করেছে। তারা দেশটিতে একবছরেরও বেশি সময় বিদোহীদের সংগে সংঘাতে অস্ত্র বিরতি কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে।
বৃটেন ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দল বলছে উওরাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি সরকারী নিরাপত্তা চৌকিতে সরকারী বাহিনী একটি বাসে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে এবং বেশ কয়েক জন আহত হয়।
সিরিয়ার সরকারী সংবাদ মাধ্যম সানা জানিয়েছে যে সরকারী বাহিনী ইদলিব প্রদেশে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে। তুরষ্ক থেকে সশস্ত্র জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধের প্রচেষ্টা করলে ঐ ঘটনাটি ঘটে। তবে এটা স্পষ্ট নয় যে সংবাদে একই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে কিনা।