সিরিয়ার মতাদর্শিরা , সরকারী বাহিনীর তরফে লাগাতার মারাত্মক গোলার আঘাত হানা হচ্ছে বলে জানাচ্ছেন – দারা’ প্রদেশের বিস্ফোরণ হামলায় ২০ ব্যক্তি নিহত হয়েছে – ধুন্দুমার লড়াই চলছে সারা দেশজূড়ে ।
বৃটেন ভিত্তিক সিরিয়া অবযারভেটরী ফর হিউম্যান রাইটস গোষ্ঠী ভয়েস অফ এ্যামেরিকাকে জানিয়েছে টেলিফোনে , দক্ষিনের দারা’ থেকে নিয়ে উত্তরের আলেপ্পো অবধি প্রত্যেকটি প্রদেশেই প্রায় সংঘাত হচ্ছে – বোমা হামলা হচ্ছে । জনৈক মূখপাত্র মাতায সুহেইল জানাচ্ছেন – আলেপ্পো শহরের পশ্চিম প্রান্তে জোর গোলা হামলা হয়েছে – যাহরা অঞ্চলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মৃতদেহ পাওয়া গিয়েছে । স্থানীয় কোঅর্ডিনেশন কমিটিয বলেছে – দারা’ ও ইদলীসেও হামলা হয়েছে । সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সানা’ বার্তা সংস্থার খবরে মঙ্গলবার বলা হয়েছে সামরিক বাহিনী আলেপ্পোয় একদল সন্ত্রাসীকে হত্যা করেছে এবং বিস্ফোরক তৈরির কারখানা ধংস করেছে । আলেপ্পোর প্রাচীন মহল্লায় সোমবার বেশ কিছু অংশে আগন জ্বলে ওঠে ।