পৌরনির্বাচনে অংশ নেবার সুযোগ দেয়া হবে। বাদশা আবদুল্লাহ বলেন,  নির্বাচনে মহিলারা ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।
সৌদি বাদশাহকে যারা পরামর্শ দিয়ে থাকেন সেই শুরা কাউন্সিলের নতুন এক কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ আবদুল্লাহ একথা ঘোষণা করেন।সৌদি মহিলারা গাড়ী চালানোর ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন রকম বৈষম্যের শিকার বলে অভিযোগ করা হয়।তিনি জানান যে, উর্ধতন ধর্মীয় নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী মেয়াদ থেকেই শুরা কাউন্সিলে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।উর্ধতন ধর্মীয় নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী মেয়াদ থেকেই শুরা কাউন্সিলে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।
সৌদি বাদশাহ বলেন, পৌরসভা নির্বাচনে নারীরা প্রার্থী হতে পারবেন। এবং তারা ভোটাধিকারও পাবেন।সৌদি আরবে নারীর অধিকার নিশ্চিত করার জন্যে যারা আন্দোলন করছেন বাদশাহ আবদুল্লাহর এই ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন।অনেকেই বলছেন, এই সিদ্ধান্তের জন্যে তারা দীর্ঘ কুড়ি বছর ধরে অপেক্ষা করছেন। তবে সংবাদদাতারা বলছেন, দেশের সবাই যে এই ঘোষণাকে স্বাগত জানাবেন এমনটা ভাবা ঠিক নয়।
সংবাদদাতারা বলছেন, বাদশাহ আবদুল্লাহ খুব সতর্কভাবে দেশটিতে রাজনৈতিক সংস্কারের চেষ্টা চালাচ্ছেন কিন্তু সৌদি আরবের রক্ষণশীল ধর্মীয় নেতারা এবং রাজ পরিবারের কোন কোন সদস্য তার বিরোধিতা করছেন।