প্রকৃতি প্রদত্ত সৌন্দর্য ও নৃশংসতার মাঝে জীবনের স্পন্দন ক্যামেরাবন্দি করে শহুরে মানুষের কাছে নিয়ে এসেছেন কয়েক হাজার আলোকচিত্রী। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ভিয়োলিয়া এনভায়রনমেন্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার প্রতিযোগিতা। এতে বিশ্বের ৯৮টি দেশের ৪৮ হাজার আলোকচিত্রী অংশগ্রহণ করেছেন।

তাদের তোলা ছবিগুলোর মধ্য থেকে বাছাই করা হবে সেরা ৩০টিকে। তবে প্রতিটি আলোকচিত্রের মধ্যেই পাওয়া যায় প্রকৃতির অপার সৌন্দর্য আর নৃশংসতাকে। এসব ছবির একটাতে দেখা যায়, শিকারি ঈগল তাড়া করছে শিয়ালকে। বুলগেরিয়ার সিনিট কামানি ন্যাশনাল পার্ক থেকে এই মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী।

আরেকটাতে শিকারির ভূমিকায় শিয়াল। তবে শিকার তার পেটের মধ্যে চলে যাওয়ায় সেটার ছবি আর তোলা যায়নি। অন্য এক ছবিতে দেখা যায় মাছিদের রোমান্টিক দৃশ্য। বিস্ময়কর আরেকটি আলোকচিত্রে দেখা যায়, মানুষের পাশাপাশি পায়ে পা মিলিয়ে চলছে বাঘ। থাইল্যান্ডের বৌদ্ধ নামক বনে শাবক নিয়ে মানুষের সঙ্গে সঙ্গেই থাকে ওই রয়েল বেঙ্গল টাইগার। বাঘ থেকে সোজা বনের রাজা সিংহের বনে চলে যেতে হয় পরের ছবিতেই। উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কের একটা গাছের মাথায় দেখা মেলে সিংহের।

ডেইলি মেইল।