যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান বলেছেন সারা বিশ্বে যাদের মানবাধিকার হুমকির সম্মুখিন এবং যারা নিশ্চিত করতে চেয়েছে যে সরকার সমূহ মানবাধিকার অঙ্গীকারের প্রতি মর্যাদা দেবে, তাদের জন্য ২০১১ সাল ছিল অস্থিতিশীল এবং গুরুত্বপূর্ণ বছর।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্লিন্টান বলেন মধ্যপ্রাচ্য থেকে বর্মায়, জনগন তাদের অধিকারের দাবী জানায়। মধ্যপ্রাচ্যে আরব বসন্ত এবং বর্মায় ঐতিহাসিক রাজনৈতিক সংস্কার সাধন হয়েছে। তিনি বলেন প্রেসিডেন্ট হোসনি মুবারাকের পদত্যাগের ১৫ মাস পরে, কারা তাদের নেতা হবেন তা নির্ধারনের লক্ষ্যে মিশরীয়রা এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন।

সিরিয়ার জনগনের প্রতি প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রশাসনের নির্মম আচড়নের তিনি সমালোচনা করেন।