স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতন থেকে রেহাই পেতে অবশেষে বিষপান করে আত্মহত্যা করলেন কণা (২০) নামে এক গৃহবধূ।
রোববার সন্ধ্যার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার চরসাহেব রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কণা উপজেলার ওই গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার চিঠিরচর গ্রামের জামাল হাওলাদারের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে কালকিনি উপজেলার চরসাহেব রামপুর গ্রামের আবদুর রব তালুকদারের ছেলে হান্নান তালুকদারের (২৬) সঙ্গে কণার বিয়ে হয় । বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য কণার ওপর প্রায়ই নির্যাতন করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে কণা ও তার স্বামীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে আবারও নির্যাতন করে স্বামী হান্নান ও তার পরিবারের লোকজন।
এদিকে, এর কিছুক্ষণ পর পরিবারের লোকজনের অজান্তে কণা বিষপান করে। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা শামীম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে কয়েকজন লোক কণাকে হাসপাতালে আনে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে, হাসপাতালের রেজিষ্টার্ড খাতায় তার পরিচয় অজ্ঞাত লেখা হয়েছে।
তাকে মৃত ঘোষণার পর জরুরি বিভাগ থেকে কণার লাশ একটি মাঠে ফেলে রেখে পালিয়ে যায় তার সঙ্গে থাকা লোকজন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, রাতে কণার লাশ একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।