ফরিদপুরে শহরের গোয়ালচামট এলাকার আল-বেগ নামের এক আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটানায় শিমু নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে হারুন(৩৫) ও শিমু আক্তারী(২৫) স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে আল-বেগ নামের হোটেল’র একটি রুম ভাড়া নেয়।
গত রাতেই যে কোন সময়ে হারুন আর রশিদ নামের ওই ব্যক্তির রহস্যজনকভাবে মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, হারুন ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের ডাঙ্গী গ্রামের আছের উদ্দিন মাতুব্বরের ছেলে এবং শিমু বনবিজয়পুর বাঘেরহাটের মতিউর রহমান মেয়ে।