খুলনা মহানগরীর একটি রাস্তা থেকে অজ্ঞাত এক মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, এলাকাবাসী সকালে লাশটি রাস্তায় পরে থাকতে দেখে খুলনা কোতোয়ালী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির কোনো ওয়ারিশদার না ‍থাকায় আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।