চুয়াডাঙ্গায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকার একটি কবরস্থানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল রাত সাড়ে ১০টার দিকে ওই কবরস্থানে অভিযান শুরু করে। এ সময় একটি ব্যাগে রাখা লাল টেপ দিয়ে মোড়নো ১০টি বোমা উদ্ধার হয়। তবে, এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব।
চুয়াডাঙ্গাস্থ র্যাবের-৬ ক্যাম্প কমান্ডার এএসপি এম তানভীর আহম্মেদ জানান, উদ্ধারকৃত বোমাগুলো শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ‘‘শহরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্যই বোমাগুলো ওই স্থানে রাখা হয়েছিল বলে আমাদের কাছে খবর ছিল।’’