ময়মনসিংহ থেকে গৌরীপুর-ভৈরব হয়ে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ৪০ডাউন ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনে পৌঁছার পর দুর্গন্ধের কারণে যাত্রীরা অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের একটি বগিতে দূর্গন্ধের কারণে যাত্রীরা উঠতে পারছিল না। ট্রেনের পরিচালক ট্রেনটি ছাড়ার সময় কোনরূপ পরীক্ষ-নিরীক্ষা ছাড়াই ছেড়ে দেন। ট্রেনটি গৌরীপুরে আসার পর বিক্ষুব্ধ যাত্রীরা দুর্গন্ধের কারণে অবরোধ সৃষ্টি করে।

ট্রেনের পরিচালক, গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্টেশন মাস্টার ওই বগিতে তল্লাশী করে একজন মহিলাকে মুমূর্ষ অবস্থায় দেখতে পান। প্রশ্রাব ও মল ত্যাগের কারণে পুরো বগিতে যাত্রীরা উঠতে পারছিল না।

যাত্রীদের অবরোধ ও হট্টগোলের কারণে অবশেষে পরিচালক, স্টেশন মাস্টার মেমো দেয়ার পর রেলওয়ে ফাঁড়ির পুলিশ ইনচার্জ মোঃ বাবুল খন্দকার সুইপার ডেকে এনে বগি পরিস্কার ও মূমুর্ষূ মহিলাকে উদ্ধার করে। মূমুর্ষূ মহিলা কুলিয়ারচর উপজেলার তারাকান্দির নবাবভূইয়া গ্রামের সফিয়া খাতুন (৭৬) রেলওয়ে কর্তৃপক্ষের অগোচরে দু’দিন যাবত এবগিতে অসুস্থ অবস্থায় পড়ে ছিল।

ট্রেনটি ৭টা ২৫মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কেবিন মাস্টার শফিকুল আলম শিকদার জানান, ৮টা ৫৫ মিনিটে ছেড়ে যায়। উদ্ধারকৃত মহিলাকে চিকিৎসা শেষে কুলিয়ারচরে পাঠানোর জন্যে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।