সাতক্ষীরায় নছিমন, করিমন, ইজিবাইক শ্যালোইঞ্জিন চালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার পাঁচটি মোটর শ্রমিক সংগঠনের ডাকা এ ধর্মঘট চলছে।
জানা যায়, সাতক্ষীরায় সড়ক মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইকসহ শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের দেওয়া অঙ্গীকার যথাযথভাবে পূরণ না করায় মোটর শ্রমিক ইউনিয়ন কালিগঞ্জ শাখা, কলারোয়া শাখা, শহরের ইটাগাছ শাখা, নারেকলতলা মোড় শাখা ও সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখা যৌথভাবে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি জানান, প্রশাসন অবৈধ যান চলাচল বন্ধে ইতিপূর্বে কয়েক দফা কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েও তা রক্ষা করেনি।
তিনি আরও বলেন, গত ১ জুলাই সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতিকে লিখিতভাবে আশ্বাস দিয়েছিলেন। প্রথম কয়েকদিন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন আবার আগের অবস্থার ফিরে গেছে।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু বলেন, “শ্রমিকরা গাড়ি না চালালে আমাদের কিছু করার নেই। সড়কে অবৈধ যানবাহন চলাচল করায় তাদের আয় কম হচ্ছে।”