আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই ১৫০ আসন পাবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বিরোধীদলের ১শ আসন পাওয়া দূরহ হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই সেনাপ্রধান।
শনিবার দুপুরে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, আমরা আর এখন তৃতীয় শক্তি নই। উই আর ফার্স্ট পার্টি ফর গভর্মেন্ট ফর্ম। ক্ষমতায় থাকা যদি মানদণ্ড হয় তাহলেও জাতীয় পার্টি প্রথম শক্তি। আমরা ক্ষমতায় ছিলাম ৯ বছর।
তিনি বলেন, আমাদের ২শ আসনে যোগ্য প্রার্থী প্রস্তুত রয়েছে। অবশিষ্ট ১শ আসনে যোগ্য প্রার্থীর সন্ধানে আছি। এছাড়া প্রথম কিস্তির ১০৫ জন সম্ভাবনাময় প্রার্থীকে ৯ সেপ্টেম্বর ডাকা হয়েছে।