বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আগামীকাল সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে শুরু হবে এ রোডমার্চ। দলের সিনিয়র নেতা ছাড়াও চারদল ও সমমনা দলগুলোর নেতারা এতে শরিক হবেন।

এদিকে বিরোধীদলীয় নেতার নিরাপত্তা এবং রোডমার্চের যাত্রাপথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে বিএনপি। গতকাল শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি দেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপির দাবির প্রতি জনমত এবং আন্দোলনে জনসম্পৃক্ততা গড়ে তোলার পরিকল্পনায় গত ২৭ সেপ্টেম্বর রাজধানীতে চারদলের বিশাল জনসভা থেকে সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে রোডমার্চ ও জনসভার কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।