তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবিতে আজ ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরাও জনসভায় বক্তৃতা করবেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ময়মনসিংহে এটিই খালেদা জিয়ার প্রথম জনসভা। এদিকে জনসভা সফল করতে মির্জা আব্বাস গত কয়েকদিন স্থানীয় নেতাদের সঙ্গে করেছেন একাধিক প্রস্তুতি সভা। সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন সর্বশেষ খবর। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ জসভার সর্বশেষ পরিস্থিতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এরই মধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বৃহত্তর ময়মনসিংহের সংশ্লিষ্ট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, চারদলীয় জোটের শরিক, সমমনা রাজনৈতিক দল, বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সমর্থক গোষ্ঠী।জনসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ চলছে। সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বেশ কয়েকদিন ধরে চলছে প্রচার। ইতিমধ্যে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের রাস্তার পাশে এবং মোড়গুলোতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে সাজানো হয়েছে। প্রধান প্রধান সড়কগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে।