আবুল হোসেনের মতো একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে দেশপ্রেমিক হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্যের পেছনে কী রহস্য আছে জাতি তা জানতে চায়।”
শনিবার সকালে যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ সদ্য কারামুক্ত যুবদল নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা সংঘাতের রাজনীতি চাই না। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সংঘাতের সৃষ্টি করতে চায়। আর সে কারণেই বাস্তবতা না বুঝে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “ঈদের আগে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুন, অন্যথায় ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে এ দাবি মেনে নিতে বাধ্য করা হবে।”
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু প্রমুখ।