কোন গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে নৌ-মন্ত্রী শাহজাহান খানও তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে অভিযোগ তোলেন।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার পর মাত্র চারবার বিদেশ সফর করেছি। রাষ্ট্রীয় কাজেই এসব সফর করা হয়েছে। কিন্তু একটি পত্রিকায় ১৪ বার বিদেশ সফরের সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের সাংবাদিকতা করে পত্রিকাটি তার ব্যক্তিগত চরিত্র হরণের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনিও এ ধরনের সাংবাদিকতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

মন্ত্রীদের অভিযোগের প্রেক্ষিতে যেসব গণমাধ্যম মিথ্যা তথ্য পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।