১৮ দলীয় জোট নেতারা প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ৬৪ জেলায় গণসংযোগ সফর শুরু করছেন আগামী শুক্রবার।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে জনমত গড়ে তোলাই তাদের এই সফরের উদ্দেশ্য।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জোট নেতারা ২৭টি দলে বিভক্ত হয়ে জেলায় জেলায় সমাবেশ ও গণমিছিল করবেন।

এদিকে আগামী ২০ সেপ্টেম্বর থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিভিন্ন জেলায় জনসভা শুরু করবেন।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “১৮ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দের জেলায় জেলায় গণসংযোগ সফর শুরু হবে শুক্রবার। এ লক্ষ্যে ২৭ টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের কাছে তালিকা সম্বলিত চিঠি পাঠানো শুরু হয়ে গেছে।’’