আওয়ামী লীগ-বিএনপি চলে গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দুই দলের দুই নেত্রী দেশকে ধ্বংস করে পেছনে ঠেলে দিয়েছেন’- এই বক্তব্য দেয়ার দু’দিন পরেই ভারত গেলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার ভারত সরকারের আমন্ত্রণে ছয়দিনের সফরে এরশাদ দিল্লী গেছেন। সকাল ৯ টা ২০ মিনিটে তিনি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। অনেকটা গোপনে এরশাদের এই ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা শোনা যাচ্ছে।
জানা গেছে, দিল্লীতে অবস্থানকালে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করবেন। সফরকালে তিনি আজমীরে খাজা মইনুদ্দিন চিশতি (রা.)-এর মাজার শরীফও জিয়ারত করবেন। আগামী ১৮ আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে। এরশাদের সঙ্গে তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার রয়েছেন।