আজকের জনসভায় বাধা দিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার জন্ম দিলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে জনসভার লিফলেট বিতরণের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ হুমকি দেন।
তিনি বলেন, কোনও কর্মসূচি পূর্বনির্ধারিত থাকে না। সরকারের আচার আচরণের ওপর কর্মসূচি নির্ধারণ হয়। এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবারের জনসভা থেকে লং মার্চসহ বড় জেলা শহরগুলোতে জনসভার কর্মসূচি আসতে পারে। তবে জনসভায় বাধা দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে অব্যশই লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি আসবে। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শান্তির ভাষণ প্রসঙ্গে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর নীতি হচ্ছে মিথ্যাচারের নীতি। সারা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে তিনি জাতিসংঘে শান্তির কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি তো এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবেনই। কারণ, এ নির্বাচন কমিশন তার আজ্ঞাবহ। এরই মধ্যে অনেকবার তার প্রমাণ মিলেছে। তাছাড়া সরকার ভাল করেই জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ৩০টির বেশি আসন পাবে না।