সিদ্ধেশ্বরী কলেজের সামনের রাস্তায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ তা বন্ধ করে দেয়। পুলিশ ধাওয়া করে সেখান থেকে ৫ জনকে আটক করেছে। গতকাল জামায়াত-শিবির ওই মিছিল বের করে।
ওই ঘটনার পর কিছুক্ষণের জন্যে মৌচাক-মগবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই এদিক সেদিক ছুটোছুটি করতে দেখা যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল সকালে সাড়ে ১০টার দিকে জামায়াত-শিবির সিদ্ধেশ্বরী কলেজের সামনে জঙ্গি মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ তা বন্ধ করে দেয়। সেখান থেকে ওই ৫ জনকে আটক করা হয়েছে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।