বাংলাদেশে চাঞ্চল্যকর এক বোমা হামলার মামলার প্রধান আসামী আবদুল হান্নান তাঁর জবানবন্দী প্রত্যাহারের আবেদন করার পর প্রধান বিরোধী দল বিএনপি তাদের নেতা তারেক রহমানকে ঐ মামলা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান অভিযুক্ত মুফতি আবদুল হান্নানের জবানবন্দীর ভিত্তিতেই তারেক রহমানকে ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় জড়ানো হয়েছিল৷ কিন্তু মুফতি হান্নান তাঁর জবানবন্দী প্রত্যাহার করে নেয়ার পর এখন প্রমানিত হলো যে রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়৷

উল্লেখ্য ২১শে আগষ্টের গ্রেনেড হামলার মূল অভিযুক্ত মুফতি আবদুল হান্নান মঙ্গলবার তার জবানবন্দী প্রত্যাহারের জন্য আইনজীবির মাধ্যমে আবেদন করেন৷ তাঁর আইনজীবী লুৎফুর রহমান শেখ অভিযোগ করেন যে জোর কের তার মক্কেলের কাছ থেকে ঐ জবানবন্দী আদায় করা হয়েছিল৷ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদের নেতা মুফতি হান্নান তার জবানবন্দীতে বলেছিলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি ২১শে আগষ্টের বোমা হামলার পরিকল্পনা করেছিলেন৷এই জবানবন্দীর ভিত্তিতে এ বছরের জুলাইতে তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়৷

কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিকভাবে তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে অভিযুক্ত করেছে৷তিনি বলেন, মুফতি হান্নানের তরফ থেকে জবানবন্দী প্রত্যাহারের আবেদনপত্রের কপি তাদের কাছে আছে৷ এতে মুফতি হান্নান পরিস্কারভাবে বলেছেন, তারেক রহমানের সঙ্গে এই হামলার ব্যাপারে তার কোন কথা হয়নি৷ তারেক রহমানের অফিসে তিনি যান নি৷