২১ অগাস্ট গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে দেওয়া বিজ্ঞপ্তি আদালতে দাখিল করা হয়েছে। এখন বিচার প্রক্রিয়া শুরু হবে।

২১ অগাস্টের ঘটনায় হত্যামামলায় প্রকাশিত বিজ্ঞপ্তি মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায়ের আদালতে দাখিল করেন আদালত কর্মকর্তারা। এরপর তিনি মামলার বিচারের জন্য ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর জজ বেগম চমন চৌধুরীর আদালতে তা পাঠিয়ে দেন। একই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায়ও তারেক রহমানসহ পলাতক ১২ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রয়েছে। প্রকাশের পর ২৫ অগাস্ট তা দাখিল হবে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে। এরপর পলাতক দেখিয়ে তারেককে পলাতক দেখিয়ে ওই মামলাও বিচার শুরু হতে পারে। গ্রেনেড হামলার ঘটনায় গত ৩ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে খালেদা জিয়ার ছেলে তারেকসহ নতুন ৩০ জন আসামির তালিকায় যোগ হয়। এরপর আসামিদের মধ্যে তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো। তবে পুলিশ জানায়, আসামিদের খুঁজে পাওয়া যায়নি। তখন ফৌজদারি আইন অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয় আদালত।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ লোক আহত হয়। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়।