ঈদ উপলক্ষে দেশের কোথাও কোনো ছিনতাই রাহাজানির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
 
তিনি বলেন, “রাস্তাঘাটের দুরবস্থা ছাড়া মোটামুটি সব ক্ষেত্রেই সফল হয়েছি। ছিনতাই রাহাজানির কোনো খবর পাওয়া যায়নি।”

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে সাহারা খাতুনের সভাপতিত্বে রজমান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা ও আইন-শৃখলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।  

ঈদে ঢাকায় দুই হাজার র‌্যাব সদস্য টহলে থাকবে বলে তিনি জানান। এছাড়া ঈদে যারা গ্রামের বাড়িতে যাবেন, তাদের নিজ দায়িত্বে বাসা বাড়িতে তালা দিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

সাহারা খাতুন বলেন, “সায়েদাবাদ, কমলাপুর, গাবতলী ও মহাখালীসহ নগরীর বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থা নেওয়া হয়েছে দুষ্কৃতকারীরা যেন রেহাই না পায় সেজন্য। প্রতিদিন দুই হাজার র‌্যাব সদস্যের টহল থাকবে নগরীতে। এর পাশপাশি পুলিশি টহল অব্যাহত থাকবে।”

ঢাকা ছেড়ে যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, তাদের বাসাবাড়িতে তালা লাগানোসহ নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দেন স্বাষ্ট্রমন্ত্রী। তবে পাশপাশি আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে।

সাহারা খাতুন বলেন, “ঈদে ঘরমুখো মানুষ যেনো কষ্ট না পায়, দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং নগরীতে চুরি, ছিনতাই না হয় সে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি মনিটরিং টিম কাজ করছে। প্রয়োজনে মনিটরিং টিমের সংখ্যা আরো বাড়ানো হতে পারে।”

সাহারা খাতুন জানান, সায়েদাবাদ থেকে ফুলবাড়িয়া রাস্তাটি অত্যন্ত খারাপ। তাই এটি মেরামতের জন্য সিটি করপোরেশনকে বলা হয়েছে। তারা কথা দিয়েছে চলাচল উপযুক্ত করবে।