আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন। এবারের নির্বাচনে সাধারণ ও গ্রুপ আসনের মোট ১৪টি সদস্য পদে ৫৬ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ আসনের ৭টি পদের বিপরীতে ৩১ জন এবং ৭টি গ্রুপ আসনের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের সাতটি অঞ্চলকে ৭টি ‘গ্রুপ’  বিভক্ত করে ৭ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হবে।

আগামীকাল ১৮ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের ৩৯ হাজার আইনজীবী একযোগে ভোটাধিকার প্রয়োগ করবেন।  নির্বাচনকে ঘিরে সুপ্রিমকোর্ট দেশের সবক’টি জেলা বারে প্রার্থীরা জমজমাট নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

১৪টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল। একই সংখ্যক পদে বিএনপি নেতৃত্বাধীন জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে দুটি প্যানেলের বাইরেও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭টি সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, ব্যারিস্টার তানিয়া আমীর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট মোঃ. জাহেদুল বারী ও অ্যাডভোকেট মো. মাহবুব আলী।