ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা রোধ এবং পরিবেশ দূষণ বন্ধে সিটি করপোরেশনের পাশাপাশি একজন মন্ত্রীকে দায়িত্ব দিলে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, বাংলাদেশকে ৭টি প্রদেশে ভাগ করলে আরো সহজে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের ফান্ডের ব্যবহার ও পরিবেশ রক্ষায় নানা ধরনের উদ্যোগ নেয়ার কথা জানান পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।