আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে দাবিতে এ হরতাল ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির অন্য দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারে অস্থিরতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তাদের জোটসঙ্গীরাও একই দিনে হরতালের কর্মসূচি দিয়েছে বলে ফখরুল জানান।
বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা সপ্তম হরতাল।