নয়া পল্টনের ঘটনায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার সারারাত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করার পর বুধবার বেলা ১২টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বের হওয়ার কিছুক্ষণ পরেই কাকরাইল মোড়ের কাছে গাড়ি থামিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে নিয়ে যায়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মঙ্গলবারের ঘটনায় পল্টন থানায় দায়ের করা দুটি মামলায় আলালকে গ্রেপ্তার করা হয়েছে।