সড়কের অবস্থা খারাপ হওয়ায়  রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর হয়ে ১৩টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা।

শনিবার মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর সড়কগুলোর অবস্থা নতুন করে আলোচনায় আসে। ফলে যোগাযোগমন্ত্রীকে অপসারণের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
দেশের সড়কগুলোর করুণ দশা নিয়ে রোববার মন্ত্রিসভার বৈঠকে বাহাসে জড়িয়ে পড়েন যোগাযোগ ও অর্থমন্ত্রী। আবুল হোসেন সংস্কার কাজ না করার কারণ হিসেবে বরাদ্দের অপ্রতুলতার কথা তুললে তা নাকচ করে মুহিত বলেন, তদারকির অভাবই এর কারণ।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে তিরস্কার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঈদের আগে দেশের সব সড়ক মেরামতের আদেশ দিলে মঙ্গলবার রাত থেকে ঢাকা-মংমনসিংহ বাস চলাচল আবার শুরু হয়।
এ  যোগাযোগ খাতের প্রকল্পগুলোতে বরাদ্দ দেয় পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় নয়। এ কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। যোগাযোগমন্ত্রী ‘না বুঝে’ মন্ত্রিসভায় বক্তব্য দিয়েছেন বলেও মঙ্গলবার মন্তব্য করেছিলেন মুহিত। সাংবাদিকদের কাছে যোগাযোগ খাতে বরাদ্দের একটি চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী মুহিত জানান, চলতি অর্থবছর এডিপিতে যোগাযোগ উন্নয়ন সম্পর্কিত ১৪৭টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪১টি পুরনো, ৬টি নতুন। এডিপির বাইরে রাজস্ব বাজেটে ২ হাজার ৯৭৪ কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৬৯০ কোটি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে,বলেন মুহিত।