কাল শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হবিগঞ্জে যাচ্ছেন। তাঁর আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। জেলার সর্বত্র পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে।
শনিবার বেলা চারটায় হবিগঞ্জ শহরের নিউফিল্ড এলাকায় দলীয় জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।
দীর্ঘদিন পর খালেদা জিয়ার হবিগঞ্জের জনসভা অভ্যন্তরীণ সব বিরোধ ভুলে সরব হয়ে উঠেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ সফল করতে একযোগে কাজ করেছেন তাঁরা।
উল্লেখ্য, ২০০৮ সালে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী জনসভায় সর্বশেষ ভাষণ দেন খালেদা জিয়া। এর আগে ২০০৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ২০০১ সালে হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেন। খালেদা জিয়া ১৯৮৭ সালে প্রথমবার হবিগঞ্জ যান।