নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে বড় ধরনের ষড়যন্ত্র না হলে বিপুল ভোটে জয় লাভ করব। গতকাল শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে চাইলে সরকার সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে সচেতনা সৃষ্টি হয়েছে, তাতে আমার বিশ্বাস আল্লাহ আমাকে দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করাতে চান। যদি নতুন করে কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’

জঙ্গি হামলা বা নাশকতা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এ ধরনের আশঙ্কা সব সময়েই আছে। তবে প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। গত বৃহস্পতিবার শামীম ওসমান সংবাদ সম্মেলন করে জঙ্গি হামলা ও নাশকতার আশঙ্কার কথা জানান। এ প্রসঙ্গে শনিবারও তিনি বলেন, আশঙ্কা শেষ হয়নি। ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোমা হামলা হয়েছিল। এতে ২০ জন প্রাণ হারান। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তখন আমি দেশবাসীকে বলেছিলাম, বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী সক্রিয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা মারতে পারে। আমি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম শেখ হাসিনাকে বাঁচান। কারণ তাকে মারার জন্য এ চক্র সক্রিয়।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও ২৩ জন শহীদ হন। শামীম ওসমান প্রশ্ন ছুড়ে বলেন, এখন কী আমার মরে, জীবন দিয়ে প্রমাণ করতে হবে জঙ্গি হামলার আশঙ্কা আছে ?