আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া জনগণের ভাগ্য নিয়ে অতীতে ছিনিমিনি খেলেছে, এখনো খেলতে চায় বলেই আগামী সেপ্টেম্বরের আগেই ফাইনাল খেলার কথা বলেছেন। তবে আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।
গতকাল বিকেলে শিল্পকলা এডামেডীর সামনে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে জামায়াত-শিবিরের জালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা ওই সময়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমানের নেতৃত্বে বৈঠক করে নীল-নকশা করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয় তা প্রমাণিত হয়েছে।
সংগঠনের সহসভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রমনা-তেজগাঁও আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ, আতাউর রহমান আতা, নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, বেলায়েত হোসেন, ইসলাইল চৌধুরী সম্রাট প্রমুখ।