বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ ইস্কান্দার আর নেই। রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহে …রাজিউন।)
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি’র একটি সূত্র জানায়। তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, বড়বোন খালেদা জিয়া, ছোটভাই শামীম ইস্কান্দার ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে জানান, সাঈদ ইস্কান্দার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে পৌঁছানো হয়েছে বলে বাংলানিউজকে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তিনি মুষড়ে পড়েছেন বলে জানান মারুফ কামাল । বিএনপি চেয়ারপার্সন দিনাজপুরে জনসভায় ভাষণ দেওয়ার পর তখন ঢাকা ফিরছিলেন।
সাঈদ ইস্কান্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় গভীর শোক প্রকাশ ও প্রয়াতের বিদেহীঅআত্মার মাগফেরাত কামনা করেন