সিরিয়া বলছে – বৈধ ভোটারের অর্ধেকেরও বেশি ৭ মে’র সংসদিয় নির্বাচনে ভোট দিতে যান – বিরোধী পক্ষিয় দলগুলো যে নির্বাচন কিনা বর্জন করে । তাঁরা বলেন বিক্ষুদ্ধ মানুষের বিরুদ্ধে সরকার যখন কিনা প্রাণঘাতি অবদমন তত্পরতা চালায় জোরেশোরে সে পরিস্থিতিতে এ নির্বাচনের কোনো বৈধতা নেই ।

সিরিয়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান খালাফ আয যাওয়ি মঙ্গলবার বলেন –ভোটদাতার মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫১ শতাংশে – গানিতিক হিসেবে যা কিনা ৫০ লক্ষ মানুষ । নির্বাচন পর্যবেক্ষনে নিরপেক্ষ-স্বতন্ত্র কোনো হিসেব মেলেনি এবং বিরোধি পক্ষিয় মতাদর্শিরা বলছেন – যেসব শহর-জনপদে আরক্ষা বাহিনী ১৪ মাস যাবত বিরোধী দলিয় অভ্যুত্থানকে দমন করে চলেছে , সেসব যায়গায় ভোট হয়েছে ঐ নামমাত্রই ।

নির্বাচন কর্তা ২ শ’ ৫০ আসনের সিরিয় সংসদে যাঁরা ভোট জিতলেন তাঁদের নামের তালিকা পড়ে শোনান । এ সংসদে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাস পার্টী দশকের পর দশক আধিপত্য বিস্তার করে রয়েছে ।

তালিকায় ৩০ নারী ও নিরপেক্ষ বলে দাবীদার এক ব্যক্তি- কাদরী জামিলের নাম শামিল ছিলো । সিরিয় কর্মকর্তা দলওয়ারী বা অঞ্চলভিত্তিক ভোট প্রাপ্তির কোনো বিবরন দেননি ।