১০ ট্রাক অস্ত্র মামলায় আগামী ২৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ঠিক করেছে আদালত। আজ দুপুরে চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত এই তারিখ নির্ধারণ করেন। 

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেপ্তার ১১ আসামিকে আজ আবারও চট্টগ্রামের বিচারিক আদালতে হাজির করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা হয়েছে। দুই মামলায়ই অভিযোগ গঠনের শুনানি এক সঙ্গে হবে। ফলে অস্ত্র আইনের মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর চোরাচালান মামলার আসামি ৫২ জন।

১১ আসামির মধ্যে নিজামী ও বাবরসহ চারজন ছাড়া বাকিরা চট্টগ্রাম  কেন্দ্রীয় কারাগারে আছেন। কিছুক্ষণ আগে শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৭ই সেপ্টেম্বর দশ ট্রাক অস্ত্র মামলার নির্ধারিত শুনানিতে ১১ আসামিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল।