লন্ডন অলিম্পিকের সঙ্গে যুক্ত হলেন অমিতাভ বচ্চন!  উদ্বোধন অনুষ্ঠানের আগের দিন লন্ডনের রাস্তায় অলিম্পিক মশাল হাতে দৌড়োবেন তিনি।

এতদিন গোপনীয়তায় ঢাকা এই মেগা-চমক থেকে বুধবার পর্দা তুলেছেন অমিতাভ নিজেই।

নাটকীয় টুইট করে জানান, “ওকে!! হিয়ার ইট ইজ: লন্ডন অলিম্পিক কমিটি আমাকে কাল মশাল রিলেতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছে..।” মানে আজ বৃহস্পতিবার।

অমিতাভের পরের টুইট অনুযায়ী, সাউথওয়ার্কের রাস্তায় লন্ডনের সময় সকাল সাড়ে দশটা নাগাদ অলিম্পিক মশাল উঠে আসবে তাঁর হাতে।

টুইটে অমিতাভ বলেছেন, “অলিম্পিক টর্চ বাহক হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার জন্য আর দেশের জন্য এটা গর্বের মুহূর্ত!”