চুলের ডিজাইনার হিসেবে বিশ্বে প্রথম খ্যাতির শীর্ষে পৌঁছান পোল্যান্ডের অ্যান্তোনিও অব প্যারিস। বিংশ শতাব্দীর শুরুতে মেয়েদের চুল ছেলেদের মতো ছোট ছাঁটে কেটে দুঃসাহসিকতার পরিচয় দেন তিনি। বলা হয়ে থাকে এ কালে নারীদের হরেক রকমের চুলের কাটের স্রষ্ঠা তিনিই। তার প্রমাণ পাওয়া যায় হলিউডের বিভিন্ন অভিনেত্রী ও মডেলদের চুলের কাটের দিকে নজর দিলেই। ১৮৮৪ সালে পোল্যান্ডের সিয়েরাদজে জন্মগ্রহণ করেন ‘মসিয়েঁ অ্যান্তোনিও’ নামে সুপরিচিত এ চুলের ডিজাইনার। তার স্মরণে সেখানে অনুষ্ঠিত হচ্ছে চুলের কাট ও ডিজাইনের প্রতিযোগিতা। এই ‘ওপেন হেয়ার কম্পিটিশনে’ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। চুল কেটে, বেঁধে, রাঙিয়ে বিভিন্ন আকৃতি দিয়েছেন অংশগ্রহণ কারীরা। প্রতিবছর গ্রীষ্মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এএফপি।