মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আমাদের দেশ ইতোমধ্যেই ৪০টি বছর পার করেছে। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে এ দেশের স্বনামধন্য নাট্যদল মহাকাল নাট্যসম্প্রদায় বিজয়ের মাসে জাতীয় নাট্যশালায় আয়োজন করছে সপ্তাহব্যাপী এক বর্ণিল নাট্যোৎসব। ১ ডিসেম্বর থেকে এই উত্সব শুরু হবে, উত্সব চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এই উত্সবে মুক্তিযুদ্ধের আদলে গড়ে ওঠা নাটকগুলোর প্রদর্শনী হবে। উদ্বোধনী দিনে মূল হলে মঞ্চস্থ হবে লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত নাটক
মুজিব মানে মুক্তি, ২ ডিসেম্বর একই হলে থাকবে কলকাতার দল অনিকের নাটক তপতী, একই দিনে পরীক্ষণ হলে থাকবে নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনায় সেই সব দিনগুলো। আয়োজনের তৃতীয় দিন মূল হলে থাকবে সময়ের ভাগের মানুষ, পরীক্ষণ থিয়েটার হলে থাকবে স্বাগতিক দলের নিশিমন বিসর্জন। বর্ণাঢ্য এই উত্সবে সার্কাস সার্কাস নিয়ে অংশ নেবে প্রাচ্যনাট এবং লাল জমিন নিয়ে শূন্যন। এ ছাড়া থাকবে ত্রিপুরার কালচারাল ক্যাম্পেইনের কোর্টমার্শাল, বুনন থিয়েটারের চাকা, থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের রাইফেল। এই নাট্য আসরের সমাপনী দিনে মহাকাল নাট্যসম্প্রদায় মূল হলে মঞ্চস্থ করবে আলোচিত প্রযোজনা ঘুম নেই-এর শততম প্রদর্শনী এবং সুবচন নাট্য সংসদের রাষ্ট্র বনাম। এরই মধ্যে এই নাট্যোত্সবের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান মহাকাল নাট্য সম্প্রদায়ের অন্যতম নীতিনির্ধারক মীর জাহিদ হাসান।