কদিন বাদেই ‘বিলিভ ট্যুর’ শুরু করছেন জাস্টিন বিবার। গান তো এখন কেবল গাওয়ার বিষয় নয়, নাচতেও হয়। তাই ট্যুরের জন্য চাই নৃত্যশিল্পী।

বিষয়টি মাথায় রেখে অনলাইনে নৃত্যশিল্পী অন্বেষণে নেমেছেন এই তারকা। ট্যুর পরিচালক জন এম চু জানান, বিবার লস অ্যাঞ্জেলেসে বাস করেন না এমন নৃত্যশিল্পীদের ভিডিও ইউটিউবে পোস্ট করার অনুরোধ জানিয়েছেন।

এরই মধ্যে অডিশনও শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এ ছাড়া কদিন ধরেই মাইকেল জ্যাকসনের পাঁড় ভক্ত হয়ে উঠেছেন বিবার। ব্যাং শোবিজ।