সম্প্রতি থমসন-রয়টার ফাউন্ডেশনের চালানো একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে যে, নারীদের জন্য আফগানিস্তান হচ্ছে সবচাইতে বিপজ্জনক স্থান৷ উচ্চ মাত্রার সহিংসতা, দুর্বল স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য – এই সব উপাদান একযোগ হয়ে আফগানিস্তানে এহেন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷
দশ বছরের পশ্চিমা হস্তক্ষেপ সত্ত্বেও আফগানিস্তানে পরিস্থিতির উন্নতি হয়নি৷দেশটিতে ৮৭ শতাংশ নারী নিরক্ষর এবং ৭০ থেকে ৮০ ভাগ নারীকে নাকি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়৷ সমীক্ষায় দেখা যাচ্ছে, সন্তানের জন্ম দিতে গিয়ে প্রত্যেক ১১ জন মায়ের মধ্যে ১ জন মারা যাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে৷
আফগানিস্তানের পর, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং পাকিস্তান৷ এরপর চতুর্থ স্থানে রয়েছে ভারত – যার মূল কারণ হলো ব্যাপক মাত্রার নারী পাচার এবং মেয়ে শিশু ভ্রুণহত্যার প্রবণতা৷