প্লেবয় ম্যাগাজিন ‘বলিউড লিজেন্ড’ আখ্যায়িত করে ‘মিস নভেম্বর’ হিসেবে ঘোষণা করেছে শেরলিন চোপড়ার নাম। পুরুষদের এই ম্যাগাজিনের জন্য প্রথম ভারতীয় হিসেবে তার নাম প্রকাশ করেছেন এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার।

প্লেবয়ের ফটোশুটের কিছু বিবসনা ছবি শেরলিন কিছুদিন আগে পোস্ট করেছিলেন মাইক্রো বস্নগিং সাইট টুইটার-এ। এগুলোর একটি সেখানে তার প্রোফাইল পিকচার হিসেবে শোভা পাচ্ছে। বর্তমানের এই প্রোফাইল দেখতে অনেকটা জিসম টু সিনেমার পোস্টারের জন্য তোলা সানি লিওনের মতো। তবে এখানে পার্থক্য আছে। ছবিটিতে সানি লিওনের মতো নিজেকে কোনো কাপড়ের আড়াল রাখেননি শেরলিন।

এ নিয়ে মিডিয়াতে বেশ গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে ছবি পরিবর্তন করার পরে শেরলিন লিখেছেন, তাদের ধন্যবাদ, যারা প্রশংসা করেছেন আমার উদারতার এবং নিজের জন্য। এটাই আমি করতে পছন্দ করি। কারো কাছে নয়, নিজের কাছেই শুধু দায়বদ্ধ আমি। সমস্যা হল, শেরলিনের ওই কথাগুলোও সানির কথার মতো বলে মন্তব্য করেছে এনডিটিভি!

সূত্র : এনডিটিভি।