বলিউড তারকা স্নেহা উল্লালের পর প্রযোজক অভিনেতা এম এ জলিল অনন্তর নতুন ছবির আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের বিপাশা বসু। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নিঃস্বার্থ ভালোবাসার জন্য এ আয়োজনটি নির্ধারণ করেছে মুনসুন ফিল্ম। এরই মধ্যে বিপাশা বসুর ম্যানেজারের সঙ্গে কথা চূড়ান্ত করেছেন ছবিটির মুনসুন ফিল্মসের পরিচালক অনন্য মামুন।
পরিচালক অনন্য মামুন জানান, মুম্বাইতে রাঘব চ্যাটার্জি মূলত বিপাশা বসুর টোটাল ম্যানেজমেন্ট দেখাশোনা করেন। তারসঙ্গে আমার মৌখিকভাবে কথা হয়। এরপর বিপাশা বসু বাংলাদেশি চলচ্চিত্রের কিছু স্যাম্পল দেখতে চাইলে আমি আমার মোস্ট ওয়েলকাম ছবিটির ক্লিপিংসহ প্রমো তার কাছে পাঠাই।
তিনি মুনসুন ফিল্মের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশি চলচ্চিত্র এত উন্নত কারিগরি মানে তৈরি হয় তা আমার জানা ছিল না। অতঃপর রাঘব চ্যাটার্জি আমাকে ই-মেইলে বাংলাদেশি ফিল্মে কাজ করার ব্যাপারে সম্মতি জানান। নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং ব্যাংকক ও মালয়েশিয়াতে করা হয়েছে।
যথারীতি এ চলচ্চিত্রেরও প্রধান দুই চরিত্রে রয়েছেন অনন্ত ও বর্ষা। ছবিটি প্রসঙ্গে অনন্ত বলেন, স্নেহা উল্লাহের সঙ্গে আমার আইটেম সং যেমন চমক থাকবে তেমন বিপাশার সঙ্গে এ কাজটিও চমক হবে। আমি তাই বাংলাদেশি চলচ্চিত্র বিদেশে এক্সপোর্ট করছি। সেই ধারাবাহিকতায় নিরন্তন কাজ করে যাচ্ছি।