মইন খান মোটরবাইক চড়ে ইউরোপ পেরিয়ে , মধ্যপ্রাচ্য পেরিয়ে পৌঁছবেন পাকিস্তানে৷ নভেম্বরের প্রথম সপ্তাহেই তাঁর জন্মদিন৷ তার মধ্যে দেশে পৌঁছতে চান তিনি৷বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ, ধর্ম বিবাদ এবং মানুষে মানুষে সম্পর্কের মধ্যে যেসব সমস্যা রয়েছে, সেসবের অবসান চান মইন৷ সেই লক্ষ্যেই তাঁর এই যাত্রা৷

পাকিস্তানেই জন্ম আর বেড়ে ওঠা মইনের৷ ক্যালিফোর্নিয়ায় অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে যান মইন পাঁচ বছর আগে৷ তখন থেকেই পত্রপত্রিকায়, মিডিয়াতে পাকিস্তানের ভাবমূর্তি নিয়ে লেখালেখি, খবর বার্তা তিনি পড়তে শুরু করেন৷ তাঁর মনে হতে থাকে, সবক্ষেত্রেই কিছু ভুল বার্তা যাচ্ছে৷ এমন ভাবে পাকিস্তানকে ফুটিয়ে তো লা হচ্ছে, যেটা ঠিক ওদেশের তরিত্র নয়৷ আবার ঠিক এক কথাই উল্টোদিক থেকে তিনি লক্ষ্য করেছেন তাঁর নিজের দেশ পাকিস্তানে৷ সেদেশে অ্যামেরিকার ভাবমূর্তি মোটেও তেমন উজ্জ্বল নয়, আমজনতার মধ্যে৷ পাকিস্তানের বহু মানুষ অ্যামেরিকা বলতে বোঝে, জর্জ ওয়াকার বুশ৷ বা একটি যুদ্ধবাজ দেশ৷সেখান থেকেই এই সদভাবনা  ভাবনার যাত্রার চিন্তা তাঁর মাথায় আসে৷ তারপরেই তিনি গত দশ অগাস্ট বেরিয়ে পড়েন মোটরবাইক চড়ে৷ লক্ষ্য, তিনি ইউরোপ পেরিয়ে , মধ্যপ্রাচ্য পেরিয়ে পৌঁছবেন পাকিস্তানে৷ নভেম্বরের প্রথম সপ্তাহেই তাঁর জন্মদিন৷ তার মধ্যে দেশে পৌঁছতে চান তিনি৷সেটা সম্ভব হবে কিনা, সে বিষয়ে অবশ্যি মইন খান নিশ্চিত নন৷ কারণ, তিনি তাঁর এই দীর্ঘ যাত্রাপথের পাথেয় সংগ্রহ করছেন তাঁর ব্লগে লিখে, মানুষের সাহায্য থেকে৷এর বাইরে যেসব দেশে তিনি যাচ্ছেন, সেখানেই এনিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি৷ সেইসব কথা, মানুষের বক্তব্য এবং দৃষ্টিভঙ্গিও মইন লিখে দিচ্ছেন তাঁর ব্লগে৷ সঙ্গে ছবি তো আছেই৷

মইন চাইছেন মানুষের কাছে পৌঁছতে৷ চাইছেন আসল কথাটা মানুষের সামনে তুলে ধরতে৷ মইনের এই উদ্যোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে লেখালিখি হচ্ছে৷ তার মাধ্যমেও প্রচার পাচ্ছেন তিনি এবং তাঁর লক্ষ্য৷ জার্মানি পেরিয়ে এরপরে শীঘ্রই মইন যাত্রা করবেন তাঁর নির্দিষ্ট গন্তব্যে৷