নবি মোর্শেদের রচনা ও পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিত ৫ পর্বের একটি নাটকে অভিনয় করলেন সজল। সজল অভিনীত পর্বটির নাম প্রেমবাজ। এ নাটকে সজল প্রথমবারের মতো তার শরীরে ক্যামেরা বেঁধে শুটিং করলেন।
নাটকের একটি বিশেষ দৃশ্যে তার শরীরের সঙ্গে ক্যামেরার মুভমেন্টের প্রয়োজন হওয়ায় তিনি নিজের শরীরে ক্যামেরা বেঁধে নেন। সজল বলেন ১৫-২০ কেজির একটি ক্যামেরা পেটে বেঁধে হাঁটা খুব কষ্টসাধ্য; কিন্তু ওই মুহূর্তে চরিত্রের প্রয়োজনে আমাকে তাই করতে হয়েছে। চরিত্রটিকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করি। এ বিষয়ে আমি কোনো কমপ্রমাইজ করতে চাই না।
নাটকে দেখা যাবে সজল যে কোনো সুন্দরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। এমনকি সে একই সঙ্গে একই বাড়ির দুই বোনের সঙ্গেও প্রেম করে। এরকম প্রেমে পটু একটি ছেলে অবশেষে বিন্দুর প্রেমের ফাঁদে পড়ে যায়। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।